পোস্ট অফিসের এই স্কিমে পাওয়া যায় সবচেয়ে বেশি সুদ ! 

ঝুঁকি ছাড়া মোটা টাকা রিটার্ন পেতে হলে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে ৷

গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমটি মার্কেট লিঙ্কড নয়, বরং এটি পোস্ট অফিসের স্কিম হওয়ায় এখানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ।

SCSS-এ বিনিয়োগকারী ব্যক্তি আয়কর আইনের ৮০সি ধারায় বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেয়ে থাকেন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) সেই সব ব্যক্তি বিনিয়োগ করতে পারেন যাদের বয়স ৬০ বছর বা তার বেশি।

More Stories.

ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন

এই ব্যাঙ্কগুলো এখনও ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে

টাকা জমানো সমস্যা তো বটেই, তবে ৪০-৩০-২০-১০ রুল মেনে চললে টাকা দিন দিন কেবল বেড়েই চলবে !

এখানে আপনি সিঙ্গল এবং জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷

এই স্কিমের মেয়াদ ৫ বছরের হয় ।

এই স্কিমে সিনিয়র সিটিজেনরা ন্যূনতম ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।

সর্বোচ্চ বিনিয়োগের সীমা বর্তমানে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা আগে ১৫ লাখ ছিল ৷

এই স্কিমে বিনিয়োগকারীরা ৮.২% হারে সুদ পেয়ে থাকেন ব্যাঙ্কের FD থেকে বেশি ৷

পড়তে ক্লিক করুন