প্রতিদিন ৩৩৩ টাকা জমা করে মিলবে ১৭ লাখ টাকা

পোস্ট অফিসের আরডি স্কিম মানুষের ছোট ছোট সঞ্চয়কে বড় অঙ্কে পরিণত করতে সাহায্য করছে।

পোস্ট অফিসের স্কিমগুলি মার্কেট লিঙ্কড নয় এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায় বলে এগুলিকে অত্যন্ত নিরাপদ বিনিয়োগ মনে করা হয় ৷

পোস্ট অফিসের আরডি (RD) স্কিমে বর্তমানে বার্ষিক ৬.৭% চক্রবৃদ্ধি হারে সুদ বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে।

এই স্কিমে সহজেই সিঙ্গল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।

More Stories.

ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন

এই ব্যাঙ্কগুলো এখনও ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে

টাকা জমানো সমস্যা তো বটেই, তবে ৪০-৩০-২০-১০ রুল মেনে চললে টাকা দিন দিন কেবল বেড়েই চলবে !

এই স্কিমে মাত্র ১০০ টাকা দিয়েই শুরু করা যায় ৷

কেউ প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা দেন, তাহলে মাসে প্রায় ১০,০০০ টাকা বিনিয়োগ করা হবে।

এই হিসেব অনুযায়ী ৫ বছরে মোট ৬ লাখ টাকা জমা হবে। 

এই বিনিয়োগে ৬.৭% সুদের হারে মোট প্রায় ৭.১৩ লাখ পাওয়া যাবে।

এই স্কিমটি আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দেন, তাহলে মোট ১০ বছরে আপনি ১২ লাখ টাকা জমা করবেন।

সুদ হিসেবে আপনি ৫,০৮,৫৪৬ টাকা পাবেন।

অর্থাৎ ১০ বছর পর ম্যাচিউরিটিতে মোট পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭,০৮,৫৪৬ টাকা ।

পড়তে ক্লিক করুন