তৃণমূলের কোনও নেতার আচরণে আঘাত পেলে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন পুরুলিয়ার সভা থেকে এ কথা বলেন অভিষেক৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেন, ''তৃণমূলের স্থানীয় পদাধিকারী যদি কোনও বিরূপ আচরণ করে, আমাকে জানাবেন এক ডাকে অভিষেকে৷ আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি৷ কিন্তু এর জন্যে আপনারা তৃণমূলের প্রতি বিরূপ হবেন না৷ আপনারা মুখ ফিরিয়ে নেবেন না৷ আপনারা ২০২৬ সালে সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে ভোট দেবেন।'' পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা আসনেই তৃণমূলকে জয়ী করার ডাক দেন তিনি৷



