Exclusive: সোনা হতে পারত! টোকিও অলিম্পিক্স থেকে ফিরে আক্ষেপ কোচ আলি কামারের কথায়

Bangla Editor | News18 Bangla | 08:55:05 PM IST Sep 05, 2021

কমনওয়েলথ, অ্যাফ্রো-এশিয়ান, এশিয়ান গেমস, সাফ গেমসে পদক জিতেছেন। শুধুমাত্র অলিম্পিক্সে পদক জেতা হয়নি তাঁর। কোয়ালিফিকেশন রাউন্ডের আগে চোট পেয়েছিলেন। সেই আক্ষেপ এখনও রয়েছে কোচ আলি কামারের গলায়। এবার ভারতীয় মহিলা বক্সিং দলের কোচ হিসাবে সেই আক্ষেপ পুষিয়ে নিতে চেয়েছিলেন। ভেবেছিলেন, লাভলিনা বরগোঁহাই, মেরি কমরা এবার সোনা জিতে ফিরবেন। কিন্তু সোনা জয় হয়নি। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর তা নিয়ে এবারও আক্ষেপ রয়েছে আলি কামারের। যদিও তিনি ভবিষ্যতের তারকা খুঁজতে ব্যস্ত এখন। রয়েছে অ্যকাডেমি তৈরির পরিকল্পনাও।

লেটেস্ট ভিডিও