Lovlina Borgohain In Kolkata: মায়ের চিকিত্সার জন্য কলকাতায় অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা

Bangla Editor | News18 Bangla | 12:21:50 AM IST Aug 25, 2021

অলিম্পিক্সে পদক জিতলেও মন ভাল নেই লাভলিনা বরগোঁহাইয়ের‌। কারণ স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার প্যারিস অলিম্পিকে সোনা জিতে স্বপ্ন পূরণ করতে চান। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে বসেই News18 Bangla- র মুখোমুখি অসমের বক্সার। মায়ের চিকিত্সার জন্য কলকাতায় এসেছিলেন লভলিনা। তাঁর মায়ের কিডনি প্রতিস্থাপন হয়েছে। তবে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। তাই চেক-আপের জন্য আসতে হয় কলকাতায়। বক্সিংয়ে আসার রহস্য থেকে করোনার মাঝে অলিম্পিক্স প্রস্তুতিতে বাধা, সব ব্যাপারেই খোলামেলা কথা বললেন তিনি।

লেটেস্ট ভিডিও