ISL-এ ইস্টবেঙ্গল, শতবর্ষে বাংলার সংস্থা শ্রী সিমেন্টস-র সঙ্গে চুক্তি

Bangla Editor | News18 Bangla | 12:15:57 AM IST Sep 03, 2020

চূড়ান্ত হয়ে গেল লাল হলুদের নতুন বিনিয়োগকারী। লাল হলুদের নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট। কথাবার্তা, চুক্তির খসড়া সবই চূড়ান্ত।  বুধবার নবান্ন থেকে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে  ইস্টবেঙ্গলের শুভযাত্রার বার্তা দিয়ে বলেন, "বাংলার ফুটবল অনিশ্চয়তা থেকে ঘুরে দাঁড়াল, তাই আমি খুশি। " একই সঙ্গে তিনি জানান প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে জারি হওয়া রাষ্ট্রীয় শোককের কারণে ইস্টবেঙ্গল ক্লাব এই নতুন যাত্রা উদযাপন করবে ৮ সেপ্টেম্বর।

লেটেস্ট ভিডিও