স্বয়ং যমরাজ এলেন মর্তে, ঘুরে বেড়াচ্ছেন পুলিশের সঙ্গে সমস্ত রাস্তাঘাটে। পাকড়াও করছেন একের পর এক গাড়ি অথবা বাইক চালককে। তবে এই যমরাজ প্রতিকী। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই যমরাজের আবির্ভাব হল স্বয়ং মর্তে। সেই কারণেই এলেন তিনি। রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে নয়া উদ্যোগ এবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে। স্বয়ং যমরাজ সাজিয়ে মানুষকে সচেতনতার বার্তা এবার পুলিশের।
Last Updated: Jul 09, 2025, 20:02 IST


