চোখ রাঙাচ্ছে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত! রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা

Last Updated : দক্ষিণবঙ্গ
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত। এই জোড়া ফলার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ২৩ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
চোখ রাঙাচ্ছে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত! রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা
advertisement
advertisement