উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার উত্তরবঙ্গের উপরের চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় সড় পরিবর্তন নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এ সপ্তাহে কলকাতায় ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। কলকাতায় সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা। স্বাভাবিকের উপরে রয়েছে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের সামান্য নীচে দিনের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিনে তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
Last Updated: March 04, 2025, 11:01 IST