Belgharia Belly dance: কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাথায় মদের গ্লাস নিয়ে এক স্বল্পবসনা মহিলার সঙ্গে চটুল গানে নাচতে দেখা গেল এক তৃণমূল ছাত্র নেতাকে। মুহূর্তে সেই দৃশ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল—বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, তৃণমূল কর্মী তথা কামারহাটির ছাত্র নেতা রানা বিশ্বাস মদের গ্লাস মাথায় রেখে নাচছেন, পাশে স্বল্পবসনা এক মহিলাও সেই নাচে অংশ নিচ্ছেন। প্রথম দেখায় অনেকে ভাবতে পারেন এটি কোনও বার বা হোটেলের ব্যক্তিগত পার্টি। কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। এই দৃশ্য কলেজের ফেস্টে, যা নিয়েই এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। এ প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “একটু নাচগান হলে ক্ষতি কী? সবাই মজা পায়। তাতেই এত বিতর্ক কেন?” তবে বিজেপির কড়া প্রতিক্রিয়া। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল রাজ্যের কলেজগুলোকে এখন বার বানিয়ে দিয়েছে। দিদিমণির অনুপ্রেরণায় শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে। কোথাও মনোজিত, কোথাও রানা বিশ্বাস, কোথাও আরজি কর হাসপাতালের সন্দীপ ঘোষ—সব জায়গায় এই অসংযত আচরণ চলছে। কলেজের ফেস্টে মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ড্যান্সের নামে যা হচ্ছে, তা শিক্ষার পরিপন্থী ও লজ্জাজনক।” ছবির সত্যতা নিয়ে কলেজ কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি। তবে ঘটনায় কলেজ মহলেও অস্বস্তির সঞ্চার হয়েছে।
Last Updated: July 11, 2025, 20:55 IST