কোথাও নোটিশ পাঠানো হচ্ছে, একেকটি বিধানসভায় গড়ে ১৫ হাজার করে নোটিশ পাঠানো হবে।আগামী কাল থেকে পুরোদমে শুনানি শুরু হবে। আগামী কাল সকাল ৯ টা থেকে সহায়তা কেন্দ্র শুরু করতে হবে। কে এল, কে এল না সেটা চিহ্নিত করুন, যে এল না বাড়ি গিয়ে গাড়ি করে নিয়ে আসতে হবে। বাংলার ডিএনএ পরিবর্তন করতে চায়, শেষ রক্ত দিয়ে সেটা রক্ষা করতে হবে। মানুষ বুঝুক তৃণমূল আমার পাশে ছিল। ভোটার নাম বাদ দিতে দেয়নি, শেষ পর্যন্ত পাশে ছিল, আর বিজেপি চেয়েছিল নাম বাদ দিতে। ভালোবাসার পুঁজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।
Last Updated: Dec 28, 2025, 20:44 IST


