Suvendu Adhikari: এসআইআর নিয়ে মঙ্গলবার পথে নামে বিজেপি এবং তৃণমূল। তৃণমূলের হয়ে কলকাতায় পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সোদপুরে এসআইআরের পক্ষে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোদপুরে মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, মিছিল আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস গিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এখনও ডিভিশন বেঞ্চ কোনও অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেননি। শুভেন্দু বলেন, “হাইকোর্টের বেঁধে দেওয়া সময় ও নির্দেশ মেনে মিছিল হলো। কেন এই এলাকায় মিছিল করলাম আমরা। কারণ নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান । গণনা ভোটার তালিকা তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার তৈরি করা তাদের কাজ“।
Last Updated: November 04, 2025, 20:55 IST