ধান কাটতে আধুনিক প্রযুক্তি সুন্দরবনে, হাতে নয় মেশিনেই কাটা ও ঝাড়াই হচ্ছে। মাঠে কৃষি জমির ধান কাটতে মুখ ফেরাচ্ছেন শ্রমিকরা। তবে এবার কৃষিতে শ্রমিক সংকট নিরসনে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের দিকে ঝুঁকছে সুন্দরবন এলাকার কৃষকরা। এতে তাদের খরচ কম পড়ছে এবং শ্রমিক সংকটের সমাধান হচ্ছে।
Last Updated: December 02, 2025, 19:51 IST