#গঙ্গাসাগর: কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে গঙ্গাসাগরে একবার যান বা বারবার, তাঁর দেখা মিলবেই। সমুদ্র তটে তিনি কখনও রামমোহন। কখনও গোষ্ঠ পাল। কখনও গান্ধিজি। নেশাতেই স্ট্যাচু সাজা তাঁর। মন ভোলান হাজার হাজার পুণ্যার্থীর। নেশাকেই পেশা করেছেন দঃ চব্বিশ পরগনার কুলপির গোপাল মণ্ডল।
কনকনে ঠান্ডা হাওয়া বইছে গঙ্গাসাগরে, লাখ লাখ মানুষ ভিজিয়ে নিচ্ছেন নিজেদের। ব্যস্ততার ইতি উতি ছবি সমুদ্র তটে ! তার মধ্যেই চলতে চলতে হঠাৎ চোখ থমকে যায়। আরে এখানে রাজা রামমোহন রায় যে...
পরে ঠাহর হয়, আসলে সত্যি নয়। এ তো স্ট্যাচু ! প্রতি বছর গঙ্গাসাগর মেলায় স্ট্যাচু সাজেন কুলপির গোপাল মণ্ডল। কোনও বছর সাজেন গান্ধিজি বা গোষ্ঠ পাল। ভূত চর্তুদশীতে সাজেন মামদো। নেশাই হয়ে গিয়েছে পেশা।
স্থির স্ট্যাচু যখনই কথা বলতে শুরু করে, অবাক চোখে দেখেন পুণ্যার্থীরা। নতুন কিছু দেখার খুশি আরও চওড়া করে হাসি। মহাতীর্থ গঙ্গাসাগরে কত মানুষ আসেন, পুণ্য স্নান করে চলেও যান ! গোপাল মণ্ডল রয়ে যান, থেকে যান মানুষের মনে, স্ট্যাচুর মত স্থির হয়ে !