দক্ষিণবঙ্গে প্রথমবার রাতের আকাশ দেখাতে চলেছে বনবিভাগ। শুরু হচ্ছে 'নাইট স্কাই ওয়াচিং'। ইতিমধ্যেই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলে নিয়ে আসা হয়েছে টেলিস্কোপ। এই প্রথমবার পুরুলিয়াতে নাইট স্কাই ওয়াচিং-এর সুযোগ পেতে চলেছে পর্যটকেরা। পর্যটনের মরশুমে শুধু পর্যটক নয় স্কুল কলেজের বহু পড়ুয়া শিক্ষামূলক ক্যাম্প করতে আসেন পুরুলিয়ায়। তাদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে এই নাইট স্কাই ওয়াচিং।
Last Updated: December 06, 2025, 15:32 IST