গাছের মগডালে ঝুলছে বিশাল আকারের পাইথন। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বাসুডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন মানবাজার-বাঁকুড়া রোডের পায়রাচালির নিকটবর্তী বাসুডি মোড়ে রাস্তার পাশে একটি গাছের ডালে দেখা যায় বিশাল আকৃতির ওই পাইথনটিকে দেখতে পাওয়া যায়। সাপটি প্রায় ৮ থেকে ৯ ফুট লম্বা। এরপরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বনবিভাগে।
Last Updated: November 22, 2025, 17:17 IST