বালি বোঝাই লরি থেকে কীভাবে তোলাবাজি হয়, সেই এক্সক্লুসিভ ছবি আগেই দেখিয়েছে নিউজ এইটিন বাংলা। এবার দেখাব আরেক চাঞ্চল্যকর ছবি। তোলার টাকা যাতে বেহাত না হয়, তার জন্য হাইটেক কার্ড। তোলাবাজির কার্ডে লাগানো হয়েছে কুইক রেসপন্স কোড। অভিযোগ, এই কার্ড দিয়েই না কি এখন বালি বোঝাই ট্রাকচালকদের থেকে তোলা তুলছে বাঁকুড়ার পুলিশ। পুলিশ সুপারের অবশ্য দাবি, এ ধরনের কোনও অভিযোগ না কি তিনি পাননি। পেলে ব্যবস্থা নেবেন। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন নয়। কিন্তু, সেই তোলার টাকা যাতে অন্যের পকেটে না ঢোকে, তার জন্য পুলিশের এমন তৎপরতা বেনজির। তোলাবাজির কার্ডকে সুরক্ষিত করতে কার্ডে বসানো হয়েছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। এটি একটি সিকিউরিটি কোড। এই কোড লাগানো থাকলে কোন জিনিসের জাল করা কঠিন। তোলাবাজির কার্ডও যাতে জাল না হয়, তাই সেখানেও এবার কিউ আর কোড। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরে বেশ কিছ পদক্ষেপ করছে বাঁকুড়া পুলিশ। বোইনি বালি ব্যবসা রুখতে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তিও। যাতে সহজে, কম লোক দিয়েই বেআইনি কারবার আটকানো যায়। বালি পাচার রুখতে অ্যাপের কথা বলছেন বাঁকুড়ার পুলিশ সুপার। কিন্তু, তাঁরই সতীর্থদের বিরুদ্ধে অভিযোগ, সেই বালির লরি থেকেই তোলা তুলতে তাঁরাও ব্যবহার করছেন অত্যাধুনিক প্রযুক্তি। হাইটেক তোলাবাজির কার্ড।