Snatching Case: ফিল্মি কায়দায় ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা! ভরসন্ধেয় দুষ্কৃতী দাপট

Bangla Digital Desk | News18 Bangla | 11:59:05 PM IST Apr 27, 2022

ভরসন্ধ্যাতেই রেলশহর খড়্গপুরের ব্যস্ততম ইন্দা এলাকায় দুষ্কৃতীদের দাপট দেখল শহরবাসী! বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন ইন্দার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। হঠাৎই বাইকে (স্কুটারে) চেপে দুষ্কৃতীদের হামলা। ই ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতিরা। তবে সেই ছাত্রী বাধা দিতেই বিপত্তি। তখনই তাঁকে টেনে বাইকে তুলে নেয় দুষ্কৃতিরা। গুরুতর আহত ছাত্রী।

লেটেস্ট ভিডিও