Mamata: 'এটা গণহত্যা, গণতন্ত্রের হত্যা', শীতলকুচির ঘটনায় গর্জে উঠেছেন মমতা, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 12:55:46 AM IST Apr 12, 2021

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। গোটা ঘটনার জন্য অমিত শাহকে দায়ি করেছেন তিনি। হুঙ্কার দিয়ে বলেছেন, এটা গণহত্যা, গণতন্ত্রের হত্যা। এমনকি শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে তাঁকে ইস্তফা দেওয়ারও দাবি তুলেছেন তিনি। গতকাল শীতলকুচি ঘটনার কিছুক্ষণ পরেই মমতা অমিত শাহকে করে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে আক্রমণ করে। তিনি বলেন, এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনই তাঁর পদত্যাগ করা উচিত। তিনি এই ঘটনা নিয়ে যে অনেক দূর এগোবেন তাও স্পষ্ট করেন।

লেটেস্ট ভিডিও