আগামী বুধবার ৫ই নভেম্বর রাস পুর্নিমা। রাস পুর্নিমা উপলক্ষে রাস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের কান্দিতে। যা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে রাস উৎসবের। তবে এবছর মেলা বাউল গান সহ অনুষ্ঠান পরিচালনা হবে। বসছে ধীরে ধীরে ছোট ছোট মেলার দোকান আজ থেকে প্রায় দু'শো বছরের প্রাচীন লালাবাবুর আমল থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে । চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। শুধু কান্দি থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে ।
Last Updated: Nov 04, 2025, 16:12 IST


