Krishnanagar Case: কৃষ্ণনগরে সুনীতা খু*নে বিরাট ক্লু পুলিশের হাতে! উদ্ধার অভিযুক্ত দেশরাজের মোবাইল, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
Krishnanagar Case: নিউজ 18 বাংলার খবরে সিলমোহর, উদ্ধার দেশরাজের নতুন সিম সহ মোবাইল। আমরা আগেই জানিয়েছিলাম রবিবার বিকালে পুরনো সিম কাচরাপাড়াতেই খুলে রেখে মোবাইলে নতুন সিম ভড়েছিল। যাতে তার লোকেশন জানা না যায়। খুনের পর হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে বরাকর যায়, স্টেশনে সিম-সহ মোবাইল ফেলে দেয়। বরাকর থেকে ফের আসানসোল ফিরে এসে ১২:৩০ এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তর প্রদেশের উদ্দেশ্য রওনা দেয়। ফেলে দেওয়া মোবাইল কুড়িয়ে পায় এক ব্যক্তি। বরাকরের লছিপুরের ওই ব্যক্তির কাছে থেকে মোবাইল উদ্ধার হয়। নতুন নম্বরের সিম দিয়ে কাচড়াপাড়ার দুই বন্ধুকে ফোন করে আশ্রয় চেয়েছিল। এছাড়াও তার মা ও এক ভাইকে ফোন করেছিল। পুলিশ মোবাইলের IMEI নম্বর থেকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মোবাইল উদ্ধার করে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Case: কৃষ্ণনগরে সুনীতা খু*নে বিরাট ক্লু পুলিশের হাতে! উদ্ধার অভিযুক্ত দেশরাজের মোবাইল, দেখুন ভিডিও
advertisement
advertisement