দিঘা সমুদ্র সৈকতের নাম সবাই জানেন, সেখানে ভিড়ও চোখে পড়ার মত। অনেকেই দিঘায় এসে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন, ছবি তুলেছেন। কিন্তু খুব কম মানুষই জানেন, দিঘা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে, শান্ত-নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব ঐতিহাসিক মন্দির, এগরার প্রায় ২০০ বছরের পুরানো শ্মশানকালী মন্দির। সময়ের সঙ্গে সঙ্গে যার কাহিনী হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস ও লোকগাঁথার এক অমূল্য অংশ