টোটো চোর পুলিশের গাড়ির চালক! অভিযোগ জানাতে গেলে থানায় মারধরের অভিযোগ। হাওড়ার আন্দুলের নাজিরগঞ্জে উত্তেজনা। মধ্যরাতে বাইক দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হয় টোটো। অভিযুক্ত পুলিশের গাড়ির চালক রাহুল সরকার। টোটো নিয়ে যাওয়ার ছবি সিসি ক্যামেরাবন্দি। উদ্ধার হওয়া চুরির বাইক দিয়েই টোটো চুরি! পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের।
Last Updated: December 02, 2025, 15:37 IST