North 24 Parganas: কয়েক মাস যেতে না যেতেই ফের একই জায়গায়, বাঁকড়া চৌমাথায় হাজির হন ঊষা দেবী। জানা যায়, তিনি রাজু গাজীর দোকানে চাউমিন খেতে এসেছিলেন। বিহারের মানসিক ভারসাম্যহীন মহিলা কীভাবে বারবার চলে আসছেন বাংলায়। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এমন ঘটনায় হইচই পড়ে যায়।
Last Updated: Aug 26, 2025, 20:15 IST


