সমুদ্রে মাছের জোগান কম বন্ধের মুখে একাধিক ট্রলার। সমুদ্রে যে পরিমাণ ট্রলার যেত তার ৬০ শতাংশ ট্রলার বন্ধ হয়ে রয়েছে। খরচ তুলতেই হিমশিম অবস্থা তাদের। এরমধ্যেই বাজারে মাছের জোগান কম। ইলিশের দেখা তো ছিল না এবছর। ফলে এখন ইলিশ কিনতে গিয়ে গায়ে ছ্যাঁকা লাগছে সকলের। তাও অন্যান্য সামুদ্রিক মাছের উপর ভরসা করছিল মৎস্যজীবীরা।
Last Updated: December 06, 2025, 15:40 IST