পৃথিবীর অন্যতম প্রাচীন প্রত্নক্ষেত্র হিসেবে দাবি করা হয় পূর্ব বর্ধমানের আউশগ্রামের পাণ্ডুরাজার ঢিবিকে, যার বয়স সিন্ধু সভ্যতারও বহু আগে। কিন্তু ১৯৬০ এর দশকে আবিষ্কারের পর ছ’ দশক পেরিয়ে গেলেও সংরক্ষণ ও গবেষণা তেমন এগোয়নি। ফলে এই অমূল্য ঐতিহাসিক সম্পদকে কেন্দ্র করেই গড়ে উঠতে পারত যে বিশাল পর্যটন সম্ভাবনা, তা এখনও অচর্চিতই রয়ে গেছে।
Last Updated: November 26, 2025, 20:23 IST