DVC র জল ছাড়ায় হু হু করে বাড়ছে নদীর জল! এই বর্ষায় বাংলার কোথায় কোথায় বন্যার আশঙ্কা?

Last Updated : দক্ষিণবঙ্গ
DVC Water Release : গতবছর ডিভিসি (ড্যামোদর ভ্যালি কর্পোরেশন)-র অতিরিক্ত জল ছাড়ার ফলে একাধিক জেলা জলের তলায় চলে গিয়েছিল। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, বহু মানুষ ঘরছাড়া হন, ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি, রাস্তাঘাট ও জনজীবন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনও তাজা বহু মানুষের মনে। এই পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে ডিভিসি-র জল ছাড়ার নতুন ঘোষণা। বুধবার থেকে ফের জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যা ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে।ডিভিসি-র জল ছাড়ার নতুন ঘোষণায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া সহ একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা. প্রশাসন সতর্ক, ফ্লাড কন্ট্রোল রুম চালু. স্থানীয়দের মধ্যে উদ্বেগ.
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
DVC র জল ছাড়ায় হু হু করে বাড়ছে নদীর জল! এই বর্ষায় বাংলার কোথায় কোথায় বন্যার আশঙ্কা?
advertisement
advertisement