রসের উপরেই এভাবে রং ধরালেন শিল্পী বাসুদেব পাল! তাঁর হাতের সৃষ্টি এই অভিনব কাজ দেখতেই এখন ভিড় জমছে বহু মানুষের। শুধু মানুষই নয়, ভিড় জমাচ্ছে পিঁপড়েরাও। কারণ অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বাসুদেব পাল রং তুলি দিয়ে রসে ভরা রসগোল্লার উপরেই ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার রূপ। বয়স পঞ্চাশ পেরোলেও, স্ত্রী-সন্তান নিয়ে অভাবের সংসারে শিল্পই যেন তাঁর বাঁচার রসদ। তাই নতুন কিছু শিল্প সৃষ্টির তাগিদেই রসগোল্লাকে ক্যানভাস করে তোলার কথা মাথায় আসে।
Last Updated: Oct 10, 2024, 19:40 IST


