Rath Yatra: পুরীর মতোই দিঘার রথযাত্রায় তিনটি প্রধান রথ রয়েছে, যেগুলির প্রত্যেকটির রথের আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। তিনটি রথেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথের ১৬টি চাকা রয়েছে এবং এটি লাল ও হলুদ রঙের পোশাকে ঢাকা থাকে। আর বলরামের রথ, অর্থাৎ তালধ্বজে ১৪টি চাকা রয়েছে এবং এটি লাল এবং নীল রঙের পোশাকে ঢাকা থাকে। আর শুভদ্রার রথ দর্পদলনে ১২টি চাকা রয়েছে এবং এটি লাল ও কালো রঙের কাপড়ে ঢাকা থাকে। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জগন্নাথ দেবের রথের সারথি হলেন দারুকা, এবং রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দিঘার রথ ঘিরে উত্তেজনা তুঙ্গে, প্রচুর মানুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিঘার রথ দেখবেন বলে।