দুয়ারে সরকার শিবিরে হাজির খুদে বর-কনে! কি প্রয়োজন তাদের? কোনও প্রকল্পের পরিষেবা নেওয়া নাকি অন্য কিছু! অবাক সকলেই? তবে ভুল ভাঙল পরক্ষণেই। জানা গেল, বাল্যবিবাহ রোধে সচেতনতার জন্যই এ এক অভিনব উদ্যোগ। এক্কেবারে টোপর পরা বর। মুকুট পরা কনে। পুরোপুরি বিয়ের সাজে। সাজগোজ করা খুদে বর-কনে হাজির দুয়ারে সরকার শিবিরে! তা দেখে অবাক সকলেই। এই শিবিরে বিয়েও হবে নাকি! ভাবছিলেন কেউ কেউ। হুঁশ ফিরল তাদের দেখে। একেবারেই কম বয়সী তারা। এই দুই কিশোর কিশোরী বাল্য বিবাহ রোধে নিল অভিনব উদ্যোগ।
Last Updated: January 27, 2025, 19:10 IST