North 24 Parganas News: নেই ফ্লোরা, তার মৃত্যুতেই যেন শোকের ছায়া হাবড়ায়। নয় মাসের ছোট্ট বিড়াল ফ্লোরা। হাবরার প্রফুল্লনগর এলাকার মুখার্জি পরিবার কিছুতেই যেন মেনে নিতে পারছেন না এই অকাল মৃত্যু। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই অকালে প্রাণ হারিয়েছে প্রিয় ফ্লোরা।
Last Updated: Nov 11, 2025, 20:57 IST


