পানীয় জল সরবরাহ ক্ষেত্রে এবার স্বনির্ভর হতে চলছে উত্তর হাওড়া। হাওড়া পুরসভার সরবরাহ পানীয় জলের উপর আর নির্ভরশীল থাকছে না উত্তর হাওড়ার প্রায় প্রায় পাঁচ লক্ষ মানুষ। ২০২১ সালে ভোটে জেতার পর উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে শুরু হয় এই প্রকল্পের কাজ, যা কার্যত শেষের পথে। বিধায়কের দাবি আগামী গ্রীষ্ম কালেই উত্তর হাওড়ার বাসিন্দারা পাবে নতুন পানীয় জল প্রকল্পের থেকে সর্বরোহিত পানীয় জল। ২৮০ কোটি টাকার প্রকল্প যা KMDA র মাধ্যমে কাজ করা হচ্ছে। উত্তর হাওড়া গলাবাড়ি এলাকার গঙ্গা থেকে জল তুলে পাইপের নিয়ে যাওয়া সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত সেখানেই ১৫ মিলিয়ন গ্যালোন জল প্রতিদিন পরিস্রুত করা হবে, প্রয়োজন মতো তা সরবরাহও করা হবে। দিনে তিনবার জল পাবে সাধারণ মানুষ।
Last Updated: November 28, 2025, 16:14 IST