দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ। একশো বছরের পরম্পরা আজও অটুট এখানে। ক্রিসমাস মানে শুধুই জিসাস ক্রাইস্টের উপাসনা নয়। ক্রিসমাস এখানে মহামিলনের উৎসব। প্রতিষ্ঠা হয়েছিল ১৮৯০ সালে। শতবর্ষ পার করে আরও একটা ক্রিসমাসের সাক্ষী সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ। বছর শেষে ফের একবার ফেস্টিভ মুড। ক্রিসমাস উপলক্ষে বসছে মেলাও। চার্চের স্থাপত্যেও রয়েছে ধর্মীয় সহিষ্ণুতার ছোঁয়া। সেখানে জায়গা করে নিয়ে বৌদ্ধ আচার থেকে হিন্দু লোকগাথা।
Last Updated: December 25, 2018, 13:10 IST