টিউশন পড়তে গিয়ে ফেরেনি ছাত্রী। ৪২ ঘন্টা কেটে গেলেও খবর দেওয়া হয়নি থানায়। শেষ পর্যন্ত বারো ক্লাসের ছাত্রীর দেহ উদ্ধার হল চাকদার ধনিচা এলাকায়। প্লাস্টিক কারখানার উল্টোদিকের পরিত্যক্ত জমিতে। সংস্কৃত কোচিং-এ শেষবার দেখা হয়েছিল বন্ধুদের সঙ্গে।
Last Updated: Aug 29, 2018, 21:25 IST


