East Medinipur News- চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ! নার্সিংহোম ঘিরে বিক্ষোভ মৃতার আত্মীয়দের। 

Bangla Digital Desk | News18 Bangla | 04:53:45 PM IST Jan 06, 2022

#রামনগর: প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা রামনগরে। চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হল ওই প্রসূতির, অভিযোগ পরিবারের। চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুতে পূর্ব মেদিনীপুরের রামনগরের একটি বেসরকারি নার্সিংহোম রণক্ষেত্র চেহারা নিল। মৃত প্রসূতির পরিবারের সদস্য থেকে আত্মীয়-পরিজনরা বৃহস্পতিবার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে হাজির হয় রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও উত্তেজনা থাকায় নার্সিংহোম চত্বরে পুলিশ রয়েছে। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণেই এমন ঘটনা বলে পরিবারের অভিযোগ। মৃত প্রসূতি কবিতা মান্না জানার (২৮) বাড়ি রামনগর থানার পাটনা গ্রামে।

লেটেস্ট ভিডিও