East Medinipur- ময়না ব্লকে খনিজ তেলের খোঁজে খনন, চাষীদের ক্ষতিপূরণের আশ্বাস৷

Bangla Digital Desk | News18 Bangla | 12:37:55 PM IST Nov 25, 2021

ময়না ব্লকে খনিজ তেলের খোঁজে খনন, চাষীদের ক্ষতিপূরণের আশ্বাস৷ ময়না ব্লকের সুদামপুর গ্রাম সংলগ্ন চন্ডীয়া নদীতে খনিজ জেলার খোঁজে খনন শুরু করেন ONGC। চাষ জমিতে কিছুদিন ধরে যন্ত্রের সাহায্যে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে বলে জানা যায়, ONGC র পক্ষ থেকে ৷ নদীর চড়ে এই সময় শীতকালীন সর্ষে ও বিভিন্ন ধরনের শাক সব্জি হয়ে থাকে ৷ খনিজ তেলের সন্ধান করতে গিয়ে, দুঃস্থ প্রান্তিক চাষীদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষীদের একাংশ ৷ প্রশাসন ও ONGC - র পক্ষ থেকে জানানো হয়েছে, উপগ্রহ চিত্রের মাধ্যমে পূর্ব ও মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত চন্ডীয়া নদীর চরে খনিজ তেলের হদিস মেলে। তাই, চন্ডীয়ানদীর অববাহিকায় ওএনজিসি খনিজ তেলের সন্ধানে নেমেছে। নদী অববাহিকায় চাষের জমিতে, আটটি পয়েন্ট চিহ্নিত করে মাটি খোঁড়ার কাজ হচ্ছে। চাষের ক্ষতিপূরণ চাষীদের সংস্থার তরফ থেকে দেওয়া হবে। খনিজ তেল সন্ধানে খনন কাজস্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রেখে করা হচ্ছে৷

লেটেস্ট ভিডিও