East Medinipur- মুখ্যমন্ত্রীর নির্দেশ মতই ইয়াসে বিধ্বস্ত দিঘা সেজে উঠছে নতুন রূপে।

Bangla Digital Desk | News18 Bangla | 01:03:16 PM IST Dec 10, 2021

#পূর্ব মেদিনীপুর- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের জায়গা দিঘা। সৈকত সুন্দরীকে বারবার সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেজে উঠেছে দিঘা। কিন্তু চলতি বছরের মে মাসে ইয়াসে বিপর্যস্ত হয়ে পড়ে দিঘা।

ইয়াসে বিধ্বস্ত দিঘা পরিদর্শনে এসে নতুন রূপে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে দিঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ শুরু করে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেই কাজ প্রায় শেষের পথে। ডিসেম্বর মাসের শেষদিকে নতুন রূপে সেজে উঠবে দিঘা, এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।

লেটেস্ট ভিডিও