East Bardhaman News- তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে পালিত হল আইনবীদ রাসবিহারী ঘোষের ১৭৭ তম জন্মদিন 

Bangla Digital Desk | News18 Bangla | 05:01:03 PM IST Dec 24, 2021

#পূর্ব বর্ধমান-  বিখ্যাত আইনবীদ রাসবিহারী ঘোষ এর ১৭৭ তম জন্মদিন পালন হল তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে। তাঁর জন্ম হয়েছিল  ১৮৪৫ সালের ২৩ শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন তিনি। সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের দু'বার সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। নিজের প্রচেষ্টায় ওনার বাবার নামে, তোড়কোনা গ্রামে তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় তৈরি করেছিলেন তিনি। সেই তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র - নজরুল মঞ্চেই পালিত হল তাঁর জন্মদিবস। এইদিন উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এস ডি ও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাজি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রথমেই বিদ্যালয় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

লেটেস্ট ভিডিও