শীতের আমেজ শহরে স্পষ্ট। ভোরের কুয়াশা, রাতের ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে শীত যে এসেছে, তা বুঝতে কারও অসুবিধা নেই। কিন্তু সেই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না শীতবস্ত্রের চাহিদা। ফলে দোকান সাজিয়েও লাভের মুখ দেখছেন না শিলিগুড়ির বহু শীতবস্ত্র ব্যবসায়ী। এক সময় শীত নামলেই পাহাড় থেকে বহু মানুষ ছুটে আসতেন সমতলের দিকে। শিলিগুড়ির বিধান মার্কেট, হংকং মার্কেট, মহাবীরস্থান সহ ছোট-বড় নানা বাজারে তখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যেত। শীতের আগে পাহাড় ভ্রমণে আসা পর্যটকরাও একবার অন্তত ঢুঁ মারতেন এই শহরের ব্যস্ত বাজারগুলিতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বর্তমানে অনলাইন কেনাকাটা আর ঝাঁ চকচকে শপিংমল দখল করে নিয়েছে মানুষের পছন্দের তালিকা।
Last Updated: Jan 07, 2026, 20:30 IST


