Sikkim Latest News: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।উত্তর সিকিমের লাচুং-লাচেন সহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। তিস্তার জল প্লাবিত একাধিক এলাকা। একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল।
Last Updated: June 14, 2024, 18:18 IST