চা বাগান এলাকার ছবিটা ছিল আলাদা। এদিন ঝুপ করে রাত নামেনি বাগানে। মহিলাদের শঙ্খধনী শোনা গেল বাগানজুড়ে।প্রতিবাদ হল আরও জোরাল। কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না রাজ্যবাসী। মধ্যরাতে রাস্তা দখল করেছেন মহিলারা। তারা আবারও বুঝিয়ে দিয়েছেন মহিলাদের মধ্যেই রয়েছে দশভুজার শক্তি। শুধু জেলা সদর নয়, প্রতিবাদে মুখরিত হতে দেখা গেল চা বাগান এলাকার মহিলাদের। মধ্য রাতের মিছিলে তাঁদের গলায় শোনা গেল প্রতিবাদের আওয়াজ। ৮ থেকে ৮০ সব বয়সের মহিলারা একসঙ্গে বললেন উই ওয়ান্ট জাস্টিস। আলিপুরদুয়ার জেলার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা, বীরপাড়ার মত চা বাগান এলাকার মহিলারা জানালেন তারা সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থানের পরিবর্তন চান।
Last Updated: August 16, 2024, 00:02 IST