ফের বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ। পূর্বে সান্তলাবাড়ি ও বক্সা পাহাড়ের আদমা,চুনাভাটি,বক্সা দুয়ার সহ অন্যান্য গ্রামগুলোতে এই চাষ হলেও বিগত কয়েক দশক ধরে আবহাওয়া, পোকামাকড়ের,পাখির উপদ্রব সহ একাধিক কারনে প্রায় হারিয়েই গিয়েছে মিলেট সহ অন্যান্য ফসল চাষ। এরফলে কর্মসংস্থানের অভাবে ভুগছিলেন বাসিন্দারা। এরপরই বক্সা, আদমা, চুনাভাটি, সহ অন্যান্য পাহাড়ি গ্রামের কৃষকদের পুনরায় কৃষিকাজ মুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কৃষি দফতর।