গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গণ দীপায়ন মোড় এলাকায় যশোর রোডের উপর একটি পাথর বোঝাই লরি নিচে পিষ্ট হয়ে যায় এক ১৮ বছরের যুবক। মৃত যুবকের নাম সন্তু বৈদ্য, বয়স ১৮। বাড়ি গাইঘাটা থানার ধরমপুর দু'নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্তু বৈদ্য কাজের থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তু বৈদ্যের।
ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় গণদিপায়ান মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অতি সংকীর্ণ রাস্তা হওয়ার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটে যশোর রোডে। যদি রাস্তা সম্প্রসারণ হতো তাহলে হয়তো আজ এই যুবকের প্রাণ যেত না। যদিও ঘাতক লরির চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘক্ষন ধরে মৃতদেহ আটকে রাখে। ঘটনাস্থলে গোবরডাঙ্গা থানার পুলিশ এবং হাবড়া থানার পুলিশ এসে পৌঁছায়। তাদের সমস্যার কথা লিখিত অভিযোগে জানাতে বলা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।