Supreme Court On I-Pac Raid: আইপ্যাক কাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। ২টি শেক্সপীয়র সরণী থানায় এবং ২টি ইসিপিএস থানায়। সোমবার সেই মামলার শুনানির নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, শেক্সপিয়ার সরণী থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় FIR ওপর স্থগিতাদেশ জারি করা হল। সেই সঙ্গে সব পক্ষকে নোটিসও জারি করল সর্বোচ্চ আদালত।
Last Updated: Jan 16, 2026, 02:21 IST


