কংগ্রেসের এই জয়কে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও যুব সম্প্রদায়কে উৎসর্গ করলেন রাহুল

Bangla Editor | News18 Bangla | 10:19:23 PM IST Dec 11, 2018

ইভিএম খুলতেই রুদ্ধশ্বাস লড়াই। এগিয়ে থাকা - পিছিয়ে পড়ার গ্রাফ প্রতি মুহূর্তেই বদলেছে। মধ্যপ্রদেশের তখত কার হাতে ? গণনা শুরুর ১০ ঘণ্টা পরেও তা স্পষ্ট হয়নি। নজিরবিহীন লড়াইয়ে মধ্যপ্রদেশে অধিকাংশ সময় এগিয়ে থেকেছে হাত।

লেটেস্ট ভিডিও