বিহারের জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ল বঙ্গ বিজেপি। বিধানসভা প্রাঙ্গণেই লাড্ডু বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উড়ল আবিরও। ফল প্রকাশের মাঝেই শুভেন্দুর সোজাসাপটা ঘোষণা—“অঙ্গ-কলিঙ্গের পর এবার লক্ষ্য বঙ্গ।” শুভেন্দু বলেন, “বিহার আর বাংলা—১৯০৫-এর আগে একই ভূখণ্ড ছিলাম। অঙ্গ দেওয়া হয়ে গিয়েছে, কলিঙ্গও হয়ে গেল। এবার বাকি আছে বঙ্গ।” তাঁর কথায়, বিহারের ফল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মানুষের আস্থা কোথায়। তিনি আরও দাবি করেন, “অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম নির্বাচন। মানুষ দু’হাত তুলে দেশকে শক্তিশালী করার জন্য নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছেন, আর বিহারে নীতীশ কুমারের নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন।”বিহারে NDA-র জয়ে উচ্ছ্বাসে বঙ্গ বিজেপি, শুভেন্দু অধিকারীর লাড্ডু বিলি. নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী, ভোটদানে রেকর্ড, মহিলাদের অংশগ্রহণ ৭১.৬ শতাংশ.
Last Updated: November 14, 2025, 20:35 IST