বিহার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক মাধ্যমে রাহুল গান্ধি লেখেন,”আমি বিহারের সেই কোটি কোটি ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা মহাজোটের উপর আস্থা রেখেছেন। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি। এই লড়াই হল সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস পার্টি এবং INDIA জোট এই ফলাফলের গভীর পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”
Last Updated: Nov 15, 2025, 13:45 IST


