গুজরাতের আমরেলিতে এক কৃষকের ঘরে ঢুকে পড়ল সিংহ৷ দরজা ঠেলতেই দেখা যায়, ঘরের মধ্যে দিব্যি বসে আছে সিংহটি৷ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সিংহটিকে জঙ্গলে ফেরান বন দপ্তরের আধিকারিকরা৷ দেখুন সেই রোমহর্ষক ভিডিও৷