Bipin Rawat Helicopter Crash: বিপিন রাওয়াতদের হেলিকপ্টার দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত ক্যামেরাবন্দি!

Bangla Digital Desk | News18 Bangla | 12:50:54 AM IST Dec 10, 2021

দুর্ঘটনার আগের সেই মুহূর্ত ধরা পড়ল এলাকাবাসীদের ক্যামেরায়। আবহাওয়া প্রায় পরিষ্কার ছিল সেই সময়। সামান্য ঝিরঝররে বৃষ্টি এবং ধোঁয়াশা ছাড়া আর কিছুই ছিল না। তার মধ্যেই মিলিয়ে যায় হেলিকপ্টার। কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছিল কপ্টার। সেই সময় হেলকপ্টার থেকে বিকট শব্দ আসছিল বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রতক্ষদর্শী। আর সেই শব্দ পেয়েই অনেকে ছুটে আসেন কী হয়েছে দেখার জন্য। যদিও মাত্র তিন-চার সেকেন্ডের জন্যই কপ্টার দেখা গিয়েছে। তার পরই সেটি কুয়াশায় মিলিয়ে যায়। এর পরই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।

লেটেস্ট ভিডিও