লোকসভা ভোটের আগে সব নজর এখন পাঁচ রাজ্যের বিধানসভা ফলের দিকে। তারমধ্যে সবচেয়ে বেশি আলোচনা মধ্যপ্রদেশের ফল নিয়ে। বুথফেরত সমীক্ষায় দু দলই একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কংগ্রেস, বিজেপি দুপক্ষই দাবি করছে, সরকার গড়ছেন তাঁরাই।
Last Updated: Dec 10, 2018, 21:35 IST


